প্রতীকী ছবি
ইফুল্লাহ নাসির,বরগুনা প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলার সাহেববাড়ী গ্রামের সোহেল তালুকদার (৩৬) তার এক আত্মীয়ের মৃত্যুর খবর শুনে ঢাকা থেকে বাড়ি ফিরছিল।কিন্তু শেষ পর্যন্ত তার আর বাড়ি ফেরা হয়নি।মোটর সাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।এরপর শুক্রবার তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানা গেছে,উপজেলার সাহেববাড়ী গ্রামের আবদুস সামাদ তালুকদারের ছেলে সোহেল তালুকদার ব্যবসায়ীক কাজে ঢাকায় থাকেন।রবিবার তার এক আত্মীয়ের মৃত্যুর খবর শুনে সোহেল তার মামাতো ভাই হিমনকে নিয়ে মোটর সাইকেলে বাড়ী ফিরছিল।পথিমধ্যে বরিশাল ক্যাডেট কলেজের সামনে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন।স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে।ওই হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিউরোসাইন্স হটপিটালে প্রেরণ করেন।পাঁচ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার রাতে ওই হাসপাতালে মৃত্যুরবণ করেন সোহেল।শুক্রবার সোহেলের লাশ সাহেববাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নিহত সোহেলের চাচাতো ভাই মিজানুর রহমান তালুকদার জানান,আত্মীয়ের মৃত্যুর খবর শুনে ঢাকা থেকে মোটর সাইকেলে বাড়ী ফিলছিল।পথিমধ্যে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয়।পাঁচ দিন চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে সোহেলের মৃত্যু হয়েছে।