দর্পণ ডেস্ক : পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় দীর্ঘদিন থেকে অবস্থান করছিলেন রাজশাহী মহানগরীর দরগাপাড়ার জরাজীর্ণ বাড়ির ঘরে। বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই তার পাশে এসে দাঁড়ান। এ সময় তাঁর চিকিসার সকল দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবরটি দেশের সাবেক নারী ক্রিকেটার চামেলী খাতুনের।

গত ২ নভেম্বর রাজশাহী থেকে ঢাকা নিয়ে ভর্তি করা হয় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতালে) ২১৬ নং কেবিনে। প্রাথমিক পর্যায়ের পরীক্ষা নিরীক্ষা শেষে হাসপাতালেই চিকিৎসার প্রস্তুতি শরু হয়। কিন্ত চামেলী দাবি করেন ভারতে চিকিৎসার জন্য। তার দাবির প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয় ভারতে।

শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে উড়াল দিয়েছেন। ভারতের বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেন, সেখানে নারায়ণা হাসপাতালে সাবেক এই অলরাউন্ডারের চিকিৎসা হবে। তাঁর সাথে রয়েছেন ভাগ্নে রায়হান, খালা ও খালাত বোন।

বাংলাদেশ জাতীয় নারী দলের হয়ে ১৯৯৯ থেকে ২০১১ পর্যন্ত মাঠ মাতিয়ে বেড়িয়েছেন চামেলী খাতুন। ২০১০ সালের এশিয়া কাপের রানার আপ হওয়া দলের হয়ে মাঠ মাতান এই দাপুটে ক্রিকেটার। এর বাইরে ঢাকা বিভাগে খেলেছেন। দুই মৌসুম শেখ জামালের ক্যাপ্টেন হিসেবে সামনে থেকে টেনে নিয়ে গেছেন দলকে।