দর্পণ ডেস্ক : তিন দিন পর বলেশ্বর নদী থেকে আজ শুক্রবার বেলা ১১টার দিকে ডুবে যাওয়া বনরক্ষী সোহেল রানা তালুকদারের (৩৮) মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে বনবিভাগ ও শরণখোলা ফায়ার সার্ভিসের একটি টিম। মঙ্গলবার রাত ৯টার দিকে শরণখোলা রেঞ্জের বলেশ্বর নদীর মাঝের চর এলাকায় বনবিভাগের ট্রলার থেকে তিনি পানিতে পড়ে তলিয়ে যান।
শরণখোলা ফায়ার সার্ভিস ও বন বিভাগের উদ্ধারকারী একটি যৌথ টিম ডুমুরিয়া টহল ফাঁড়ির বিপরীতে মুন ইটভাটা বরাবর বলেশ্বর নদীতে একটি লাশ ভাসতে দেখতে পান। পরে বনবিভাগের পোশাক দেখে নিশ্চিত হয়ে সোহেল রানার লাশ উদ্ধার করে তারা শরণখোলা থানায় নিয়ে যান। গত তিন দিন ধরে তাকে উদ্ধারের জন্য রেঞ্জ কর্মকর্তা জয়নাল আবেদীনের নেতৃত্বে ডুবুরি দল, ফায়ার সার্ভিস, কোষ্টগার্ড ও বনবিভাগ আপ্রান চেষ্টা চালান।
২০০৬ সালে বনবিভাগে যোগদানকারী সোহেল রানা নেত্রকোনা জেলার বরশিকোরা গ্রামের হামিদ তালুকদারের ছেলে। তিনি গত ১২ আগস্ট শরণখোলা রেঞ্জের বগী স্টেশনে যোগদান করেছিলেন।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ময়না তদন্তের পর সোহেলের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।