আলিম সোহেল, সাভার প্রতিনিধি : ঢাকার সন্নিকটে সাভারে ক্যাপ্টেন সামাদ টাওয়ার মাত্র ১লক্ষ টাকা অগ্রীমে দোকান বরাদ্দ দিচ্ছে।অন্যান্য মার্কেটের যেখানে অধিকাংশ দোকানই খালি সেখানে সামাদ টাওয়ারে বেশিরভাগ দোকানই ভাড়া হয়ে যায়।নতুন মার্কেট পরিচিতি কম থাকার পড়েও বেশ অনেকগুলো দোকান ইতমধ্যেই জমে উঠেছে।দোকানিদের অভিমত আসছে ঈদের মধ্যেই সামাদ টাওয়ার পূর্নাঙ্গরুপে জমে উঠবে বলে সকলেই আশাবাদি।অগ্রীম কম থাকায় দোকানিরাও বেশ অনেক ধরনের পন্যের সমাহার ঘটিয়েছেন দামও তুলনামুলক অনেক কম।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.