দর্পণ ডেস্ক : মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র কাছে সৌদি আরবের সিংহাসনের উত্তরাধকিারী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একটি ফোন রেকর্ড রয়েছে বলে এক প্রতিবেদনে দাবি করেছে তুরস্কের সংবাদ মাধ্যম হুরিয়াত ডেইলি নিউজ । ওই ফোনকলে সৌদি যুবরাজ ‘যত তাড়াতাড়ি সম্ভব খাশোগিকে চুপ করিয়ে’ দেয়ার নির্দেশ দিয়েছেন।
প্রখ্যাত এক তুর্কি কলামিস্টকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, গত মাসে আঙ্কারা সফরের সময় সিআইএ পরিচালক ওই ফোন রেকর্ড থাকার ‘ইঙ্গিত’ দিয়েছেন। তবে এ ধরনের কোন রেকর্ড থাকার কথা বার্তা সংস্থা রয়টার্সের কাছে অস্বীকার করেছেন তুরস্কের এক কর্মকর্তা।
হুরিয়াত সংবাদপত্রের সাংবাদিক আবদুল কাদির সিলভি তার এক কলামে লিখেছেন, ‘আরেকটি রেকর্ডিংয়ের আলোচনা আছে’। ওই ফোনালাপটি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি দূত ভাইয়ের মধ্যে অনুষ্ঠিত হয় বলে জানান তিনি।
সিলভি লিখেছেন, বলা হয়ে থাকে সিআইএ প্রধান জিনা হাসপাল তুরস্ক সফরের সময় এই ইঙ্গিত দিয়েছেন। তিনি লিখেন, মার্কিন সংস্থার পর্যবেক্ষণ করা এক ফোন কলে ‘যত তাড়তাড়ি সম্ভব খাশোগিকে চুপ করিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন সৌদি যুবরাজ।