মোঃ শাহাগির মৃধা, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনপাড়ায় পুকুরের পূর্বপাড়ে মনোরম পরিবেশে গড়ে তোলা হয় উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়। সরকারি এ দফতরটির সামনে পুকুরপাড়ে পরিত্যক্ত কিছু পরিমাণের ফাঁকা জায়গা রয়েছে। যেখানে প্রতিদিন কিছু বখাটে আড্ডা দিতো। এতে দাফতরিক কাজের ব্যঘাত ঘটতো প্রতিনিয়ত।
বিষয়টি নজরে এলে ভিন্ন প্রক্রিয়ায় এ সমস্যা সমাধানে সরাইল উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জহিরুল ইসলাম সেই পরিত্যক্ত জায়গায় সবজি বাগান গড়ে তোলেন।
এ বাগানের পরিচর্যা করেন তিনি নিজেই। এখন সেইস্থানে আর বখাটেদের আড্ডা নেই। নেই তাদের অসামাজিক কার্যকলাপ। সরকারি জনগুরুত্বপূর্ণ দফতরের এ কর্মকর্তা নিজেই কৃষকবেশে সবজি বাগানের পরিচর্যা করছেন। তার এই উদ্যোগ অনেকের নজর কেড়েছে।