লায়ন শামীম আহমেদ, ভৈরব প্রতিনিধি: আজ ২২ নভেম্বর ভৈরব থানার ওসি তদন্ত বাহালুল খান বাহার ও সঙ্গীয় এস আই রাসেল মিয়ার নেতৃত্বে পুলিশ বাদী মামলা নং ২৯(১১)১৮ মামলার ২ আসামি ভৈরব উপজেলা গজারিয়া ইউনিয়নের মানিকদী দক্ষিণ পাড়া গ্রামের মৃত আক্তার মিয়ার পুত্র সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা আলমগীর মিয়া ও ভৈরব পৌর শহরের মৃত ওহাব মিয়ার পুত্র বিএনপি নেতা খালেক কে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও আজ গভীর রাতে ভৈরব পুর উত্তরপাড়া আব্দুল হাই এর পুত্র ছিনতাই মামলার পলাতক আসামী রকসি (১৯) কে ও মারামারি মামলার পলাতক আসামী ভৈরবপুর দক্ষিণ পাড়া মৃত সামসু মিয়ার পুত্র দ্বীন ইসলাম (৪২) কে গ্রেপ্তার করে ভৈরব থানা পু্লিশ। পরে গ্রেপ্তারকৃতদের কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ভৈরব থানা পুলিশ।