সাইফুল্লাহ নাসির,বরগুনা প্রতিনিধিঃ বুধবার (২১ নভেম্বর) ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সা.)।ইতিহাসের বিভিন্ন তথ্যমতে, প্রায় দেড় হাজার বছর আগে আজকের এই দিনে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)।তিনি আবার এই ১২ রবিউল আউয়ালেই আল্লাহর সান্নিধ্যে চলে যান।
এ উপলক্ষে সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় সকাল সাড়ে ৯ টায় বরগুনায় জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অংশ গ্রহনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে এসে শেষ হয়।পরে শিল্পকলা অডিটরিয়মে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুব আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিম সুপার মোঃ তোফায়েল আহম্মেদ, ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা আব্দুল মতিন ও বরগুনা দারুল উলুম নেছারিয়া মাদ্রাসার প্রিন্সিপ্যাল মামুন আল রশিদ প্রমূখ।
এসময় বক্তরা বলেন,অজ্ঞতা,মুর্খতা ও ‘আইয়ামে জাহেলিয়াত’-এর অন্ধকার দূর করতে এসেছিলেন পৃথিবীর এ শ্রেষ্ঠ মহামানব।তিনি বিশ্বে শান্তির ধর্ম ইসলাম প্রচার করেছেন।আমরা তার অনুসারী।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.