দর্পণ ডেস্ক : খুদে বয়সেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ফ্যানেদের কাছে জনপ্রিয় সে৷ সব জায়গাতেই নজর কাড়ে শাহরুখের কনিষ্ঠ পুত্র আব্রাম৷ তার প্রতিটা মুহুর্ত ফ্রেমবন্দি করতে সব সময় মরিয়া হয়ে থাকেন ফটোগ্রাফাররা৷ তবে এবার খুদে আব্রামের কাছে সেই ফটোগ্রাফারদের বকা শুনতে হল সকলের সামনে৷ আব্রামের ফটোগ্রাফারদের উপর রেগে গিয়ে চিৎকার করে ওঠার ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল৷
আব্রামকে নিয়ে এক ব্যক্তি যখন গাড়িতে বসাচ্ছেন তখন তার ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন ফটোগ্রাফাররা৷ এমনকি যে ব্যাক্তি আব্রামকে গাড়িতে বসাচ্ছিল সেও আব্রামে মুখ ফ্ল্যশ থেকে বাঁচাতে মুখ ঢেকেই আনছিল৷ তবে কোনও কিছুর তোয়াক্কা না করেই ফটোগ্রাফার্সরা ঝাপিয়ে আব্রামের ছবি তুলতে থাকে৷ আর তা দেখে রেগে যায় শাহরুখ পুত্র৷ আব্রাম চেঁচিয়ে ওঠে৷ ফটোগ্রাফারদের উদ্দেশ্যে বলে ”নো পিক্চার্স”৷
তার রাগ দেখে বাধ্য হয়ে ছবি তোলা বন্ধ করতে হয় ফটোগ্রাফারদের৷ তার এই ভিডিও ভাইরাল হতেই শেয়ার আর লাইকের ঝড় বয়ে যায় ভিডিওটিতে৷
বাবার সঙ্গে বিভন্ন জায়গায় স্পট করা যায় ছোট্ট আব্রামকে৷ বাবা শাহরুখের পাশাপাশি যথেষ্ট স্পটলাইট কাড়ে এই খুদে৷ বাবার জন্মদিনে মন্নত থেকে ফ্যানদের উদ্দেশ্যে হাত নাড়া হোক বা কোনও সামাজিক অনুষ্ঠান সব কিছুতেই বাবা শাহরুখ খানের সঙ্গে দেখা যায় তাকে৷