Police accompany a woman as they attend the scene where a house was raided at Meadow Heights in Melbourne, Australia, Friday, Dec. 23, 2016. Police in Australia detained five suspects who were allegedly planning a series of Christmas Day bomb attacks in the heart of the country's second largest city, officials said Friday. (Julian Smith/AAP Image via AP)

দর্পন ডেস্ক : ৯ নভেম্বর। অস্ট্রেলিয়ার মেলবোর্নে শায়ার আলী নামে এক সোমালিয়ান বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ছুরি নিয়ে মানুষের ওপর আচমকা হামলা চালান। এতে একজন নিহত হন ও দু’জন আহত হন।

হামলার সময় ওই ব্যক্তিকে ঠেকাতে গেলে হিমশিম খেতে হয় পুলিশকে। কারণ, পুলিশের দিকে তেড়ে যান তিনি। তখন পুলিশের সাহায্যে এগিয়ে যান মাইকেল রজার নামে এক ব্যক্তি।

সুপার মার্কেট থেকে একটি ট্রলি নিয়ে হামলে পড়েন রজার। শেষ পর্যন্ত পুলিশ আলীকে গুলি করে।

প্রত্যক্ষদর্শী অনেকেই ঘটনার ভিডিও করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হলে মানুষের প্রশংসা পান রজার। এমনকি ‘গোফান্ডমি’ নামের একটি প্রচারণাও চলে রজারের জন্য অর্থ সংগ্রহে।

লক্ষ্য ছিল তার জন্য ৪৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার সংগ্রহ করা। কিন্তু দেখা যায়, তিন দিনেই সেখানে ১ লাখ ৪ হাজার ৭৯০ অস্ট্রেলিয়ান ডলার (৬০ লাখ টাকারও বেশি) উঠে যায়।