দর্পণ ডেস্ক : নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর-সুবর্ণচর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী অসুস্থ হয়ে পড়ায় বুধবার দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বিকেলে তাকে হেলিকপ্টারযোগে ঢাকায় এনে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক বলেন, একরামুল করিম চৌধুরী বুধবার সুবর্ণচর উপজেলার আটকপালিয়া বাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে যান।

দুপুর ১টার দিকে সেখানে হঠাৎ অসুস্থ হলে নেতাকর্মীরা দ্রুত তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য বিকেলে তাকে হেলিকপ্টারযোগে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) সৈয়দ আবদুল মহিউদ্দিন আবদুল আজিম বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে একরামুল করিম চৌধুরী বমি ও পেটের ব্যথায় ভুগছিলেন। এ সময় তার শরীরের তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছিল। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।