আসন্ন নির্বাচন নিয়ে সরগরম ভারতের রাজধানী দিল্লির মাঠ। আর এর মধ্যেই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের চোখে মরিচের গুড়া নিক্ষেপ করা হয়। মরিচের গুড়ার কিছু অংশ মূখ্যমন্ত্রীর চোখে ঢুকে যায়।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়, মঙ্গলবার দিল্লির সচিবালয়ের সামনে মুখ্যমন্ত্রীর চেম্বারের বাইরে কেজরিওয়ালকে লক্ষ্য করে মরিচের গুড়া ছুড়ে মারে এক অপরিচিত ব্যক্তি। এই সময় কেজরিওয়ালের চোখে মরিচের গুড়া ঢুকে যায়।

সাথে সাথে নিক্ষেপকারী সেই ব্যক্তিকে মুখ্যমন্ত্রীর দেহরক্ষীরা আটক করার পর থানায় হস্তান্তর করে। পুলিশ তার জিজ্ঞাসাবাদে পর জানায় ওই ব্যক্তির নাম অনিল কুমার হিন্দুস্তানি।