সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধিঃ বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনের সংসদ সদস্য এ্যাড ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে সমর্থন জানিয়ে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী দলীয় আবেদন ফরম সংগ্রহকারী ২৯ জনপ্রতিনিধি ও নেতা তাদের মনোনয়ন ফরম প্রত্যাহারের করে নিয়েছেন।তারা দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ মনোনয়ন আবেদন প্রত্যাহার করে শম্ভুকে মনোনয়ন দেয়ার অনুরোধ করেছেন।সোমবার রাতে দলীয় কার্যালয়ে সংগঠনের সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে তাদের এ প্রত্যাহার আবেদন জমা দেন।
দলীয় সূত্রে জানা গেছে,বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনের মনোনয়নের প্রত্যাশার জন্য ৫২ জন জনপ্রতিনিধি ও নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সোমবার রাতে আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার কাছে ২৯ দলীয় মনোনয়ন আবেদন সংগ্রহকারী আবেদন প্রত্যাহার করে বর্তমান সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে সমর্থন জানিয়েছেন।তারা দলীয় প্রধানের কাছে আবেদনে করেছেন বরগুনার উন্নয়ন ধারা অব্যহত রাখতে প্রধানমন্ত্রীর কাছে আলোচনার জন্য মনোনয়ন আবেদন সংগ্রহ করে দাখিল করেছিলেন। বরগুনা-১ আসনের উন্নয়নে বর্তমান সংসদ সদস্য ধীনেন্দ্র দেবনাথ শম্ভুর বিকল্প নেই।এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। সার্বিক বিবেচনা করে তারা তাদের দাখিলকৃত মনোনয়ন আবেদন প্রত্যাহার করে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর পক্ষে সমর্থন জানিয়ে দলীয় প্রধানের কাছে তাকে আওয়ামীলীগ মনোনয়ন দেয়ার অনুরোধ করেছেন। মনোনয়ন আবেদন প্রত্যাহারকারীরা হলো বরগুনা জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লা, তালতলী উপজেলা যুবলীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মিন্টু, আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, বরগুনা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি গোলাম মোস্তফা, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির দপ্তর সম্পাদক রোজিনা নাসরিন রোজি, বরগুনা জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক রইসুল আলম রিপন, বরগুনা সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, বরগুনা জেলা আওয়ামীলীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলহাজ আবদুর রশিদ মিয়া, জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি মাধবী দেবনাথ, বরগুনা জেলা আওয়ামীলীগ আইন বিষয়ক সম্পাদক এ্যাড.ভুবন চন্দ্র হাওলাদার পিপি, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান,আমতলী পৌর আওয়ামীলীগ সভাপতি মজিবুর রহমান, উপজেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাকসুদা আকতার জোসনা,আমতলী উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি নুসরাত জাহান,উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, বরগুনা জেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হোসনে আরা চম্পা,আমতলী উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলহাজ নুরুল ইসলাম মৃধা, উপজেলা আওয়ামীলীগ যুগ্মসাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধা, উপজেলা আওয়ামীলীগ সদস্য ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সদস্য ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, বরগুনা জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি ইমরান হোসেন রাসেল ফরাজী, তালতলী উপজেলা আওয়ামীলীগ সদস্য ইউপি চেয়ারম্যান মোঃ দুলাল ফরাজী, বরগুনা জেলা আওয়ামীলীগ সদস্য এলমান উদ্দিন আহম্মেদ, আওয়ামীলীগ নেতা মোঃ মিজানুর রহমান, আমতলী উপজেলা কৃষক লীগ সভাপতি আবদুস সোবাহান খান ও উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক আবদুস সোবাহান লিটন।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান মনোনয়ন আবেদন প্রত্যাহারের বিষয়টি নিশ্চত করে বলেন, বর্তমান সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে সমর্থন জানিয়ে ২৯ জন জনপ্রতিনিধি ও নেতা তাদের মনোনয়ন আবেদন প্রত্যাহার করে নিয়েছেন।তিনি আরো বলেন শম্ভুর জনপ্রিয়তার কথা বিবেচনা করে এ মনোনয়ন আবেদন প্রত্যাহার করেছি।