দর্পণ ডেস্ক : স্বামীর সঙ্গে অভিমান করে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় শিশু সন্তানের মুখে বিষ ঢেলে হত্যার পর মাও আত্মহত্যা করেছেন।
মৃত নারী আবু বকরের স্ত্রী খালেদা (১৯) ও তার দেড় বছরের ছেলে আবু সাঈদ।
স্থানীয়রা জানান, সোমবার রাতে ইসমাইলের বাড়িতে স্বামীর সঙ্গে টাকা নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে অভিমান করে ছেলের মুখে বিষ দিয়ে হত্যার পর আত্মহত্যা করেন খালেদা।
সকালে খবর পেয়ে ঘরের দরজা ভেঙে মা-ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ কুমিল্লা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
দাউদকান্দি মডেল থানা পুলিশের ইন্সপেক্টর মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা হাসপাতালের মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে- ছেলেকে বিষ খাইয়ে হত্যার পর একই বিষ খেয়ে মা আত্মহত্যা করেছেন।