স্বপন বিশ্বাস, শালিখা(মাগুরা)প্রতিনিধিঃ মাগুরার শালিখা উপজেলার তালখড়ি বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরের ৯৯ বস্তা চাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট সুমী মজুমমদার এ অভিযান পরিচালনা করে চোরাইকৃত এই চাল জব্দ করেন। এসময় শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ তরীকুল ইসলাম, আড়পাড়া খাদ্যগুদাম কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম উপস্থিত ছিলেন। জানা যায় নভেম্বর মাসের জন্য বরাদ্ধকৃত সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল হতদরিদ্রদের মাঝে ১০টাকা কেজি দরে বিক্রয় না করে সিন্ডিকেটের মাধ্যমে চোরাই পথে বিক্রয়ের জন্য তালখড়ি বাজারের চাল ব্যবসায়ী মিনহাজ উদ্দিন মন্ডলের ছেলে রিপন মন্ডলের গুদাম ঘরে লুকিয়ে রাখা হয়। ঐ রাতেই প্রশাসন তালখড়ি বাজারের রিপন মন্ডলের গুদাম ঘরে অভিযান চালিয়ে ৯৯ বস্তা চাল জব্দ করেন। জানা যায়, উক্ত চাল এর ডিলার ২নং তালখড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ উদ্দিন মন্ডলের ছোট ছেলে সাব্বির হোসেন বিপ্ল¬ব। এব্যাপারে শালিখা থানায় একটি মামলা হয়েছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.