মনোরঞ্জন মোহন্ত, ঘোড়াঘাট, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শিক্ষা বোর্ডে ২০১৮ সালের এস এস সি পরীক্ষায় মেধাতালিকায় বৃত্তি পেয়েছে ডালিয়া সরকার কৃপা। সে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ ২য় দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ (সদ্য জাতীয় করণ ঘোষিত)   ২০১৮ সালে এস এস সি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে এ (প্লাস) পেয়েছে। এস এস সি বৃত্তিতে দিনাজপুর শিক্ষা বোর্ডের মানবিক বিভাগের মেধাতালিকায় ৪৬ তম স্হান অধিকার করেছে। রানীগঞ্জ ২য় দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ স্কুল শাখার সহকারী শিক্ষক বকুল চন্দ্র সরকার ও বেলী রানী সরকারের ১ম কন্যা।