দর্পণ ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জিম্বাবুয়ে সিরিজ শেষ হতে না হতেই এক সপ্তাহের ব্যবধানে শুরু হতে যাচ্ছে। আগামী ২২ নভেম্বর প্রথম টেস্ট। স্বল্প সময়ের মাঝেই প্রতিপক্ষকে নিয়ে কাটাছেঁড়া করছে স্বাগতিকরা। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্ট জিতলেও প্রথম টেস্টে বড় হারের লজ্জা পেতে হয়েছে। ক্যারিবীয়রা তো জিম্বাবুয়ের থেকে শক্তিশালী। তাই তাদের তিন ক্রিকেটার শাই হোপ, শিমরন হেটমায়ার এবং শ্যানন গ্যাব্রিয়েলকে নিয়ে আলাদা করে ছক কষছেন টাইগার কোচ স্টিভ রোডস।
সাংবাদিকদের তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ দলে দুজন গতিময় বোলার আছে। বিশেষ করে গ্যাব্রিয়েল দারুণ গতিতে বল করতে পারে। আজকে বিসিবি একাদশ ও ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখে এলাম, শাই হোপ দারুণ খেলেছে। হেটমায়ার ভারতের বিপক্ষে ওয়ানডেতে যেভাবে খেলেছে।’
তবে আলাদা পরিকল্পনা করলেও প্রতিপক্ষকে নিয়ে টেনশন নেই রোডসের, ‘সত্যি বলতে, খুব বেশি দুর্ভাবনার কিছু নেই আমাদের। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য মুখিয়ে আছি আমরা। গত জুলাইয়ে আমরা দেখেছি, ওরা দারুণ প্রতিপক্ষ। তবে কন্ডিশন এখানে ভিন্ন। আশা করি আমরা এবার ওদের বিপক্ষে ভালো খেলব।