দর্পণ ডেস্ক : পপ গায়ক জাস্টিন বিবার এতদিন মুখে কুলুপ এটেঁছিলেন। ২৪ বছর বয়সী জনপ্রিয় এ তারকা জল্পনার অবসান ঘটিয়ে শেষমেষ বান্ধবী হেইলি ব্যাল্ডউইনের সঙ্গে নিজের বিয়ের কথা স্বীকার করলেন।

এনডিটিভি জানায়, গত ১৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ম্যারেজ রেজিস্ট্রার অফিসে দেখা গেছে জাস্টিন বিবার-হেইলি ব্যাল্ডউইন জুটিকে। ওই সময় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তারা। তখন থেকেই গুঞ্জন ওঠে, তবে কি শুভ কাজ সেরে ফেলার জন্যই ওখানে যাওয়া?

অবশেষে নিজের বিয়ের কথা স্বীকার করে শুক্রবার ইনস্টাগ্রামে হেইলি ব্যাল্ডউইনের সঙ্গে একটি ছবি পোস্ট করে জাস্টিন বিবার লিখেছেন, ‘আমার স্ত্রী সত্যিই দারুণ!’। দুজনের ছবি একসঙ্গে পোস্ট করার পরই ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তারা।

এর আগে মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজের সঙ্গে দু’বছর প্রেম করেন জাস্টিন বিবার। এক পর্যায়ে দুজনের মধ্যে মনোমানিল্য দেখা দেয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তারা।

গত ৭ জুলাই বাহামাসের এক রেস্তোরাঁয় নৈশভোজের সময় হেইলি ব্যাল্ডউইনকে প্রেমের প্রস্তাব দেন জাস্টিন বিবার।