দর্পণ ডেস্ক : ভারত সরকার চলতি বছরের প্রথম ছয় মাসে মোট ১৬ হাজার পাঁচশ ৮০ বার ফেসবুকের কাছে বিভিন্ন তথ্য চেয়ে পাঠিয়েছে। ২০১৭ ও ২০১৬ সালে পুরো বছরে এই সংখ্যাটি ছিল যথাক্রমে ২২ হাজার ২৪ এবং ১৩ হাজার ৬১৩।

২০১৮ সালের জানুয়ারি থেকে জুন মাসে পর্যন্ত কেন্দ্রের ৪৭ শতাংশ অনুরোধ ফিরিয়ে দিয়েছে ফেসবুক। তবে ফেসবুকের তরফ থেকে কোনো ধরনের তথ্য সরকারকে দেয়া হয়েছে তা জানানো হয়নি।

এছাড়াও ভারতে আইন ব্যবস্থা থেকে মোট ১৫ হাজার ৯৬৩টি তথ্য সংগ্রহের অনুরোধ এসেছে ফেসবুকের কাছে। বিভিন্ন আইনি লড়াইয়ে কাজে লেগেছে এই তথ্য। এর মধ্যে অর্ধেক তথ্য দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র ফেসবুকের কাছ থেকে আগের থেকে ৩০ শতাংশ বেশি তথ্য সংগ্রহ করছে। এই সময়ে বিভিন্ন সমস্যার জন্য ফেসবুক ও ইনস্ট্রাগ্রাম থেকে ২৯ লাখ ৯৯ হাজার ২৭৮ পোস্ট ডিলিট করা হয়েছে।

তবে শুধু ভারত সরকার নয়, ফেসবুক থেকে তথ্য সংগ্রহের প্রবণতা বেড়েছে বিশ্বের অন্যান্য সরকারের পক্ষ থেকেও। সারা বিশ্বে সরকারের কাছ থেকে আগের থেকে ২৬ শতাংশ বেশি তথ্য সংগ্রহের অনুরোধ এসেছে।