দর্পণ ডেস্ক : জয়পুরহাটের আক্কেলপুর পৌর এলাকার আমট্রু রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় পিকনিকের বাস দুমড়ে-মুচড়ে গেছে। আগেই নেমে পড়ায় বাসের ৫০ জন যাত্রী রক্ষা পেয়েছেন। শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দিনাজপুরের স্বপ্নপূরী থেকে পিকনিক করে নওগাঁর রাণীনগরের উদ্দেশ্য ছেড়ে আসা তৌহিদ এন্টারপ্রাইজ নাম একটি বাস আমট্রু রেলগেট এলাকার রেল ক্রসিংয়ের ওপর ওঠামাত্র ইঞ্জিন বিকল হয়ে যায়।
এ সময় বাসের সকল যাত্রী তাড়াতাড়ি নেমে পড়েন। এরইমধ্যে চিলাহাটি থেকে ছেড়ে আসা আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি রেলগেট এলাকায় পৌঁছে। এ সময় ট্রেনটির চালক বাসটি দাঁড়িয়ে থাকতে দেখে ব্রেক করলেও ট্রেনটি বাসটিকে ধাক্কা দিয়ে রেলের পাশের খাদে ফেলে দেয়।
পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটায় ট্রেনটি ২০ মিনিট দাঁড়িয়ে থাকার পর পুনরায় রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়।
আক্কেলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।