দর্পণ ডেস্ক : লালমনিরহাটে অটোরিকশা থেকে পড়ে টপেল সাহা (২৪) নামে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত টপেল ওই এলাকার বিমল চন্দ্র সাহার ছেলে। এর আগে গেলো শুক্রবার রাতে সদর উপজেলার মোগলহাট কর্নপুর এলাকায় অটোরিকশা থেকে পড়ে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, শুক্রবার রাতে লালমনিরহাট শহর থেকে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন টপেল সাহা। পথে কর্নপুর এলাকায় আসার পর অটোরিকশা থেকে পড়ে গুরুতর আহত হন তিনি।