দর্পণ ডেস্ক : পটুয়াখালীতে দুই বান্ধবী শোভা (১১) ও রোজিনা (১২) নামে দুই কিশোরী আত্মহত্যা করেছে। গেলো শুক্রবার বিকেলে উপজেলার চর মোন্তাজের দারভাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়দের কাছ থেকে জানা যাই, দারভাঙ্গা গ্রামের মহাসিন চৌকিদারের মেয়ে শোভার সঙ্গে একই গ্রামের ইসমাইল মোল্লার ছেলে শামিমের প্রেমের সর্ম্পক ছিল। পরে মহাসিন চৌকিদারের ভাই ফারুক চৌকিদারের বাড়িতে বেড়াতে আসা গলাচিপা উপজেলার নিমের হাওলা গ্রামের বিপুল মৃধার মেয়ে রোজিনা বেগমের সঙ্গেও প্রেমের সম্পর্ক গড়ে তুলে শামিম।
এ ঘটনা দুই বান্ধবীর মধ্যে জানাজানি হলে শুক্রবার বিকেলে তারা বাড়িতে থাকা চালের পোকা মারার ট্যাবলেট খায়। পরে আশঙ্কাজনক অবস্থায় ভোলা জেনারেল হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
চরমোন্তাজ পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক সুদেব রায় বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।