দর্পণ ডেস্ক : ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গচিত্র প্রকাশ করার দায়ে রাজশাহীর বাঘায় স্বপন আলী (৩০) নামে এক যুবদলকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার স্বপন উপজেলার উত্তর গাওপাড়া গ্রামের জমসেদ আলীর ছেলে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিন আলী জানান, স্থানীয় ছাত্রলীগ নেতাদের অভিযোগের ভিত্তিতে স্বপনকে গ্রেফতার করা হয়েছে।
এ নিয়ে তার বিরুদ্ধে থানায় মামলা করেন ছাত্রলীগ নেতা ফকরুল হাসান বিপ্লব। ওই মামলায় শনিবার তাকে আদালতে নেয়া হবে।
ওসি আরও বলেন, দীর্ঘদিন ধরেই ফেসবুকে কটূক্তি করে আসছিলেন স্বপন। বৃহস্পতিবার তিনি তার ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গচিত্র প্রকাশ করেন। একাদশ জাতীয় সাংসদ নির্বাচন নিয়েও আপত্তিকর মন্তব্য করেন তিনি।
বিষয়টি ছাত্রলীগ নেতাদের নজরে এলে তারা থানায় অভিযোগ দেন। এরপর থেকেই তাকে ধরতে তৎপরতা শুরু করে পুলিশ। শেষ পর্যন্ত শুক্রবার রাত ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়।