২০১৫ সালে কানাডার উত্তর-পশ্চিমে হিরের খনি থেকে এটি পাওয়া গিয়েছিল। নীল রঙের একটি হীরার আংটি ছাড়াও কয়েক কোটি টাকা মূল্যের বেশ কিছু জিনিসও নিলামে উঠবে। এর মধ্যে একটি হলুদ হীরার আংটিও রয়েছে।

বিশেষজ্ঞদের ধারণা, নিলামে এই আংটির দাম উঠতে পারে ১১০ থেকে ১৩০ কোটি টাকা। নিউইয়র্কে ক্রিস্টিনের নিলামে এমনটাই দাম উঠবে বলে মনে করা হচ্ছে। কুশন কাটের এই ৮.০৮ ক্যারেটের আংটি ৫ ডিসেম্বর নিলামে তোলা হবে।

হার্ট শেপড কলোরেড ডায়মন্ডটি উত্তর আমেরিকার অন্যতম সেরা মানের হীরা, বলছেন বিশেষজ্ঞরা।

নভেম্বরের ৩০ তারিখ থেকে ডিসেম্বরের ৫ তারিখ পর্যন্ত এই আংটির গুণাগুণ বিচার করবেন বিশেষজ্ঞরা। ফলে এর আরও দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।