দর্পণ ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল চার ভাগে ভাগ হয়ে বাংলাদেশ সফরে আসছে। তাদের প্রথম দলটা আসছে আজ বিকেলে। পরের দিন সকালে ও বিকেলে তিন দফায় আসবে বাকি সদস্যরা। ১ মাস ১০ দিনের সফরে তারা বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ও টি-২০ খেলবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, টেস্ট সহ-অধিনায়ক ক্রেইগ ব্রাফেটের নেতৃত্বে আজ বিকেল ৪টায় ঢাকা নামবে সাই হোপ, রোস্টন চেজ, শেন ডরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, জোমেল ওয়ারিকানসহ টেস্ট দলের ৯ সদস্য। তাদের সঙ্গে থাকবেন টিম ম্যানেজার রাউল লুইস। তারা সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রাম চলে যাবে। কোচিং স্টাফসহ উইন্ডিজ দলের আরও ১৭ জন আগামীকাল তিন ভাগে ঢাকা আসবে।

একই দিন তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই চট্টগ্রামে চলে যাবে। ২২ নভেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এর আগে ১৮ ও ১৯ নভেম্বর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। প্রথম টেস্ট শেষে ২৭ নভেম্বর ঢাকায় ফিরবে দুই দল। ৩০ নভেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলবে দ্বিতীয় টেস্ট।

এরপর ৬ ডিসেম্বর ফতুল্লার ওসমানী স্টেডিয়ামে পঞ্চাশ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। ৯ ডিসেম্বর শেরেবাংলা স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। ১১ ডিসেম্বর একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে। ১২ ডিসেম্বর দুই দল যাবে সিলেট। সেখানে সিরিজের শেষ ওয়ানডে ও একটি টি-২০ খেলবে তারা। সিরিজের শেষ দুটি টি-২০ খেলতে ঢাকায় ফিরবে দুই দল। শেরেবাংলা স্টেডিয়ামে টি-২০ খেলবে তারা।