দর্পণ ডেস্ক : পটুয়াখালীর গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে ট্রলারসহ নিখোঁজ হওয়া ১৫ বাংলাদেশি জেলে দীর্ঘ ৫৪ দিন পর ভারত থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। ভারতের পেট্রাপোল সীমান্তের বিএসএফ সদস্যরা তাদের বিজিবির বেনাপোল চেকপোস্ট ক্যাম্পে হস্তান্তর করেন। তবে তাদের সঙ্গে নিখোঁজ হওয়া সামসুর জামানের সন্ধান মেলেনি আজও।

বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার কাশেম আলী জানান, গত ১৯ সেপ্টেম্বর পটুয়াখালীর গভীর সমদ্রে মাছ ধরতে যান মহিপুরবাড়ি এলাকার রহমত উল্লাহ, কালুগাজি, আব্দুস সালাম, নিজাম ও সামসুর জামানসহ ১৬ জন জেলে। ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হন তারা। দীর্ঘ ১৯ ঘণ্টা পর ভারতের গোবর্ধন থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়।

পরে নীলডুমুর সেক্টর বিজিবির পক্ষে ভারতীয় কর্তৃপক্ষের কাছে তাদেরকে হস্তান্তরের আবেদন জানানো হয়। দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ৫৪ দিন পর দেশে ফেরেন তারা।

ভারতের পেট্রাপোল ক্যাম্পের বিএসএফ কমান্ডার অশোক কুমার তাদেরকে বেনাপোল বিজিবির কাছে হস্তান্তর করেন। পরে তাদেরকে পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বিষয়টি নিশ্চিত করে জানান, থানায় একটি জিডি করে তাদের পরিবাবের কাছে হস্তান্তর করা হবে।