দর্পণ ডেস্ক : সোমবার রাত সাড়ে ৯টায় জামালপুর শহরে ধানের কুড়া বোঝাই একটি ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষে ঢাকা-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে রয়েছে। বন্দেরবাড়ি রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, রাত ৯টার দিকে শেরপুর থেকে জামালপুরগামী ধানের কুড়া বোঝাই ট্রাকটি বন্দেরবাড়ি রেলক্রসিংয়ে বিকল হয়ে পড়ে।

ট্রাকটি সচল করার চেষ্টা করতে থাকা অবস্থায় ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি রাত সাড়ে ৯টার দিকে ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাকের ইঞ্জিন বডি থেকে বিচ্ছিন্ন হয়ে লাইনের পাশে পড়ে যায়।

জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, যত দ্রুত সম্ভব বিধ্বস্ত ট্রাক ও মালামাল সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।