দর্পণ ডেস্ক : এবার সাইফ আলী খানের কন্যা সারা আলী খান সরাসরি রণবীরকে বিয়ে করতে চাইলেন। এক অনুষ্ঠানে রণবীর কাপুরকে বিয়ে করতে চান তিনি আর ‘ডেটে’ যেতে চান কার্তিক আরিয়ানের সঙ্গে। এসব কথা অবশ্য মজা করেই বলেছেন হালের এই ক্রেজ।
‘কফি উইথ করণ’-এ বাবা সাইফ আলী খানের সঙ্গে হাজির হন মেয়ে সারা আলী খান। আর সেখানেই সারার ভালো লাগার মানুষকে নিয়ে প্রশ্ন করেন করণ।
সাইফের প্রথম স্ত্রী অমৃতার মেয়ে সারা। এদিকে রণবীর হচ্ছেন কারিনার চাচাতো ভাই। সেই সূত্রে তৈমুরের মতো সারারও মামা হন রণবীর। কিন্তু সেসব কিছুর তোয়াক্কা না করেই রণবীরকে বিয়ের ইচ্ছার কথা জানালেন সারা।
সম্প্রতি সারার প্রথম সিনেমা ‘কেদারনাথ’-এর টিজার প্রকাশ হয়েছে। এতে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে এক স্ক্রিনে দেখা যাবে সাইফ কন্যা সারা আলী খানকে।