দর্পণ ডেস্ক : পিঠের ব্যথায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন মৌরীন পাচেকো (৫১) নামের এক নারী। চিকিৎসকের শরণাপন্ন হলে ওই চিকিৎসক জানান দ্রুত তার অপারেশন করতে হবে। অপারেশনের পর রোগী জানতে পারেন তার শরীরে একটি কিডনি নেই। ভুল করে চিকিৎসক তার কিডনিকে টিউমার ভেবে কেটে ফেলে দিয়েছেন। পরে সেই সার্জেনের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হন তিনি।
ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা হাসপাতালে। হাসপাতালের চিকিৎসক ডা. রামোন ভাজক্যুয়েজের দায়িত্ব ছিল রোগীর শরীর থেকে টিউমারগুলি বের করা। চিকিৎসক পেলভিক কিডনিটিকেই টিউমার মনে করেছিলেন। সাধারণত অ্যাবডোমেনের যেখানে কিডনি থাকার কথা পেলভিক কিডনি সেই স্থানে থাকে না।
মৌরীন পাচেকো বলেন, উনি আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলেছেন। যদি তিনি এমআরআই রিপোর্টটি দেখতেন যেটা তাকে দেয়া ছিল তাহলে তিনি বুঝতে পারতেন। কিন্তু সেটা তিনি দেখেননি। তিনি আরো জানান, তাকে এখন সারা জীবনের জন্য ভয়ে ভয়ে বাঁচতে হবে। সবসময় তার মাথায় কিডনি ট্রান্সপ্লান্ট আর ডায়ালিসিসের চিন্তা ঘুরতে থাকে।