অনলাইন ডেস্ক:

বৈরী আবহাওয়ার কারণে ঢাকার সদরঘাট থেকে নৌযান চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার (২ মে) বিকেল ৩টা থেকে বন্দরের কার্যক্রম বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিআইডব্লিউটিএ’র ঢাকা নদী বন্দরের যুগ্ম-পরিচালক (ট্রাফিক) আলমগীর কবির বলেন, ঝড়ো আবহাওয়ার কারণে বিকেল ৩টা থেকে নৌ-চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী ২-৩ ঘণ্টা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।