দর্পণ ডেস্ক : ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারানোর শঙ্কায় মাহমুদুল্লাহর দল। তাই ঢাকা টেস্টে ভালো খেলার দিকে নজর দিচ্ছে বাংলাদেশ। প্রথম টেস্টে সিলেটে বড় ব্যবধানে হেরেছে তারা। আর দ্বিতীয় টেস্টে ঢাকায় জিম্বাবুয়ে জিতলে বা ড্র করলে সিরিজ হারবে বাংলাদেশ। তাই জয় ছাড়া ভিন্ন কিছু ভাবার সুযোগ নেই বাংলাদেশের সামনে।
টেস্টে সাকিবের বদলে বাংলাদেশ টেস্ট দলের দায়িত্ব পাওয়া মাহমুদুল্লাহ বলেন, ‘দেয়ালে পিঠ ঠেকে গেছে আমাদের। দাপটের সঙ্গে সেখান থেকে ঘুরে দাঁড়াতে হবে। এর কোন বিকল্প নেই আমাদের হাতে।’ রোববার (আজ) শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া টেস্ট নিয়ে বাংলাদেশ অধিনায়ক জানান, সিলেট ম্যাচের পরে পুরো দল একসঙ্গে বসে আলাপ করেছে। ওই টেস্টের ইতিবাচক ও ভুল নিয়ে কথা বলা হয়েছে নিজেদের মধ্যে। এই ম্যাচে ভুল করার কোন সুযোগ নেই দলের।
বাংলাদেশ এ নিয়ে সর্বশেষ শেষ আট ইনিংসে ২০০ রানের গন্ডি পেরোতে পারেনি। বাংলাদেশ অধিনায়ক সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে সেই চিন্তার কথা জানালেন। তিনি বলেন, ‘আমাদের মূল চিন্তার জায়গা বোলিং। আমরা অন্য ফরম্যাটে ব্যাটিংয়ে ভালো করছি। কিন্তু টেস্টে এসে আর পারছি না। এটা নিয়ে অবশ্য বেশি ভাবলে আমাদের ওপর চাপ চলে আসবে। আমরা আমাদের স্বাভাবিক খেলাটা মাঠে খেলতে চাই। নিজেদের খেলাটা খেলতে পারলে আমাদের ভালো করার দারুণ সুযোগ আছে।’