অনলাইন ডেস্ক : সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ছবি)‘এখন ক্ষমতায় আছি, আরও ৫০ বছর ক্ষমতায় থাকবো- এমন অহেতুক অহঙ্কার করা উচিত নয়। এরকম কথা বলে কর্মীদের মাঝে তরঙ্গ সৃষ্টি করা যায়। কিন্তু বাস্তবতায় এ ধরনের কথার কোনও ভিত্তি নেই। এসব বলে অহেতুক অহঙ্কার করা উচিত নয়। কে ক্ষমতায় কতদিন থাকবে তা জনগনই নির্ধারণ করবে।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কথা বলেছেন। মঙ্গলবার (১ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আদমজী জুট মিল চালু সংগ্রাম পরিষদ আয়োজিত মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
ওবায়দুল কাদের আরও বলেন, ‘একজন নেতার বুঝে শুনে কথা বলা উচিত। এধরনের বক্তব্য গোটা পার্টিকে প্রশ্নের সম্মুখীন করে। আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। নির্বাচনের বছর সংযত আচরণ করতে হবে। মাইক পেলেই যা খুশি তা বলা যাবে না।’
আদমজী জুট মিল শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, ‘২০০১ সালে মাথাব্যাথার চিকিৎসায় মাথা কেটে ফেলার মতো কাজ করেছে তৎকালীন বিএনপি সরকার। শ্রমিকের রুটি রুজির ওপর আঘাত হানা হয়েছে। এই শ্রমিকদের অনেক দুঃখ-দুর্দশা। আমি জানি এবং আমার নেত্রীও জানেন। আপনাদের জন্য একটি পরিকল্পনা আছে সরকারের। আমাদের নেত্রী শেখ হাসিনা কথা দিয়ে কথা রাখেন।’