দর্পণ ডেস্ক : জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীরা একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রোববার থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। দলীয় মনোনয়নের দাম ধরা হয়েছে ৩০ হাজার টাকা।

আগামী ১৪ নভেম্বর পর্যন্ত জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ১৬ নভেম্বরের মধ্যে ফরম পূরণ করে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে জমা দিতে হবে। মনোনয়ন ফরম সংগ্রহের আগে দলের মাসিক বকেয়া চাঁদা পরিশোধ করতে হবে মনোনয়ন প্রত্যাশীদের।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে একটি কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।