সেশনসের সাথে ট্রাম্পের বিবাদের শুরুটা হয়েছিল ২০১৭ সালের মার্চ মাসে। তখনই সেশনস রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে যে তদন্ত হচ্ছিল সেখান থেকে সরে আসেন এবং এই দায়িত্ব তার অধীনস্ত রড রোজেনস্টেইনকে দেন।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসকে বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।
৭ নভেম্বর, বুধবার স্থানীয় সময় সকালে এক টুইট বার্তায় ট্রাম্প লেখেন, ‘আমরা অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসকে তার কাজের জন্য ধন্যবাদ জানাচ্ছি।’
টুইটে ট্রাম্প আরও জানান, জেফ সেশনসকে সাময়িকভাবে সরিয়ে তার স্থানে চিফ অব স্টাফ ম্যাথু হুইটেকারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
জেফ সেশনসকে বরখাস্ত করার কারণ হিসেবে বলা হয়েছে, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার পক্ষে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগের ব্যাপারে বিচার বিভাগের তদন্ত নিয়ে ট্রাম্প ক্ষুব্ধ হন।
তারিখবিহীন একটি পদত্যাগ পত্রে আলাবামা অঙ্গরাজ্যের সাবেক সিনেটর সেশনস যে স্বেচ্ছায় পদত্যাগ করেননি সেটা স্পষ্ট ধরা পরেছে। সেশনস লেখেন, যে সিদ্ধান্তটি তিনি নিয়েছেন তা তার নিজের ইচ্ছায় হচ্ছে না।
ওই চিঠিতে তিনি লেখেন, ‘প্রিয় প্রেসিডেন্ট, আপনার অনুরোধে আমি আমার পদত্যাগপত্র জমা দিচ্ছি।’
এরপর থেকেই প্রকাশ্যে ট্রাম্প সেশনসের বিরুদ্ধে নানা ধরনের সমালোচনামূলক কথা বলতে থাকেন।
গুঞ্জন ছিল নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরেই জেফ সেশনসকে বরখাস্ত করা হতে পারে। আর সেটাই হলো।