দর্পণ ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রােঁর ওপর এক সহিংস হামলা পরিকল্পনা ভণ্ডুল করে দেয়ার দাবি করেছে দেশটির নিরাপত্তা রক্ষাকারীরা। এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আটক করেছে উগ্র ডানপন্থি ৬ জনকে। প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে সন্ত্রাসী অভিযোগ আনা হয়েছে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন ডেইলি মেইল।
খবরে বলা হয়েছে, দূরে দূরে অবস্থিত তিনটি অঞ্চল থেকে ওই ৬ ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা সংস্থার এজেন্টরা। এর মধ্যে রয়েছে আল্পস, বৃটানি ও বেলজিয়াম সীমান্তের কাছাকাছি এলাকা।
রিপোর্টে বলা হয়েছে, ওইসব ব্যক্তি ঢিলেঢালা একটি পরিকল্পনা ব্যবহার করে প্রেসিডেন্টের বিরুদ্ধে সহিংসতা ঘটাতে চেয়েছিল। ওদিকে মঙ্গলবার দেশজুড়ে সমন্বিতভাবে বিভিন্ন স্থানে ঘেরাও করে আইন প্রয়োগকারীরা। এ সময় আটক করে ৫ পুরুষ ও ১ নারীকে।
ফরাসি টেলিভিশন চ্যানেল বিএফএম টিভি রিপোর্ট করেছে, আটক ওই ৬ ব্যক্তি উগ্র ডানপন্থি। তবে তাদের এ দাবি নিরপেক্ষভাবে নিশ্চিত হওয়া যায়নি।