মোঃশাহাগির মৃধা, সরাইল( ব্রাহ্মণবাড়িয়া): সরাইলের নানাবিধ ঐতিহ্য টিকিয়ে রাখতে দলমত নির্বিশেষে সকলকে এক সাথে কাজ করার আহবান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবাগত জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন।আজ ৭/১১/১৮ তারিখ সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সুধী সমাজের সাথে মতবিনিময় সভায় সকলের উদ্দেশ্যে তিনি একথা বলেন।তিনি আরও বলেন,দাঙ্গাফ্যাঁসাদ এগুলো বর্বরযুগের কাজ।এ সভ্য সমাজে এগুলো কেন ঘটবে?এগুলো নিরসনে উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের তিনি নির্দেশনা প্রদান করেন।অনুষ্ঠানে সিনিয়র এ এস পি (সার্কেল) মনিরুজ্জামান খান ফকির বলেন,সরাইলের দুটি ঐতিহ্যের মধ্যেে দাঙ্গাফ্যাসাদকে আমরা জাদুঘরে পাঠিয়ে দিয়েছি আর গ্রে হাউন্ড কুকুরকে আমরা লালন করার চেষ্টা করছি।উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসার সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আব্দুর রহমান, ভাইসচেয়ারম্যান শের আলম,অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল,অধ্যক্ষ মোখলেছুর রহমান,সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন,সাবেক উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর,মোঃ মাহফুজ আলি, আব্দুল জব্বার চেয়ারম্যান, মোঃ মোশাররফ হোসেন ভূইয়া চেয়ারম্যান, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মুজিবুর রহমানসহ আরও অনেকে।অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসনসহ বিভিন্নস্তরের সুধীসমাজ।অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.