দর্পণ ডেস্ক : টাঙ্গাইলে সোমবার দিবাগত রাতে নাশকতার গোপন বৈঠকের প্রস্তুতি নেয়ার সংবাদ পেয়ে শহরের বিভিন্ন স্থান থেকে বিএনপির ১২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাতে নিশ্চিত করেন টাঙ্গাইল সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান।
তবে মঙ্গলবার দিনব্যাপী টাঙ্গাইল পৌর এলাকার বিভিন্ন পাড়ামহল্লা থেকে বিএনপির ২২ নেতাকর্মীকে গ্রেফতারের গুঞ্জন থাকলেও গ্রেফতারকৃত ওই নেতাকর্মীর সঠিক সংখ্যা জানা যায়নি।
সর্বশেষ রাত সোয়া ৯টায় টাঙ্গাইল মডেল থানার ওসি ১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তিনি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক ছাড়া অন্য কোনো নেতাকর্মীর নাম প্রকাশ না করে গ্রেফতারকৃতদের মামলার এজাহারপত্রটিসহ কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান।
তবে এ অভিযানে সদর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, শহর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, আইয়ুব আলীসহ ১২ জনকে গ্রেফতার দেখিয়ে মামলাটি হয়েছে বলে জানান শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকন্দ।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, একদিকে সরকার সংলাপের নাটক করছে, অপরদিকে পুলিশ দিয়ে বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করানো হচ্ছে। অনতিবিলম্বে গ্রেফতারকৃত ওই নেতাকর্মীর মুক্তির দাবি জানিয়েছেন তিনি।
তিনি আরও জানান, সোমবার রাতব্যাপী বিএনপি নেতাকর্মীর বাসাবাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতারকৃতদের মধ্য থেকে ১২ জনকে আসামি করাসহ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৩৪ জনকে আসামি করে এ নাশকতা মামলাটি করেছে।