দর্পণ ডেস্ক : জাজ মাল্টিমিডিয়ার ‘দহন’ সিনেমায় অভিনয় করবেন আল-সামাদ আহমেদ রুবেল ।
রায়হান রাফি পরিচালিত এই সিনেমাটিতে তিনি ফটোসাংবাদিক চরিত্রে অভিনয় করবেন ।
এর আগে ফাগুন হাওয়া সিনেমায় কাজ করেছেন নয়ক সিয়ামের বন্ধু চরিত্রে ।
দহন সিনেমাটিতে বেসরকারি টেলিভিশন চ্যানেলের ফটোসাংবাদিকের ভূমিকায় অভিনয় করবেন রুবেল , সহ শিল্পী হিসেবে
আছেন সিয়াম,পূজা, বাঁধন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, সুদীপ্ত ও সেতু ।
বতর্মান বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রযোজিত ও লিয়াকত আলী নিদেশিত নাটক মহাস্থান ঘর এ আল- সামাদ আহমেদ রুবেল
গোপাল রাজা চরিত্রে কাজ করছে, এ ছাড়াও তিনি বাংলাদেশ উদীচী কেন্দ্রী নাটক বিভাগের নার্ট্যকর্মী । মঞ্চেও নিয়মিত কাজ করে চলেছ রুবেল ।