দর্পণ ডেস্ক : টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন।

মঙ্গলবার দুপুরে গণভবনে ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন। এসময় তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলা সংলাপের সারসংক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করবেন আগামী ৮ নভেম্বর দুপুর সাড়ে ১২টায়। ৭ নভেম্বরের পর আর কোনো সংলাপ হবে না বলে জানিয়েছেন তিনি।

বর্তমানে সরকারের চার টেকনোক্রেট মন্ত্রী হলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, প্রবাসীকল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান।