মোঃ লিটন হোসেন লিমনঃ নাটোর প্রতিনিধি: নাটোর সদর-নলডাঙ্গা আসনে আওয়ামী লীগের সম্ভাব্য পাঁচ প্রার্থী যৌথভাবে মটর সাইকেল শোডাউন করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য এতদিন সম্ভাব্য এইসব প্রার্থী পৃথক পৃথক ভাবে মোটরসাইকেল শোডাউন সহ প্রচারণা চালিয়েছেন। সোমবার সকালে হঠাৎ করেই নাটোর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম রমজান, নাটোর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও নাটার পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক উত্তরবঙ্গ বার্তার সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক শেখ ও নাটোর জেলা যুবলীগের সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া তাদের কর্মী-সমর্থকদের সাথে নিয়ে নাটোর পৌরসভা চত্বর থেকে কয়েকশ’ মোটর সাইকেল নিয়ে শহরে শো-ডাউন বের করে। এসময় তারা মিছিলে থাকা প্রার্থীদের পক্ষ থেকে সালাম জানিয়ে আবারও নৌকার পক্ষে ভোট চান। শহর প্রদক্ষিণ করে তারা দত্তপাড়া, হয়বতপুর, লক্ষ্মিপুর, তেবাড়িয়া, পন্ডিতগ্রাম, বহ্ম্রপুর ও চন্দ্রকোলায় ছোট ছোট পথসভা করে শেষ করেন।