৩০ বছর ভারতীয় নৌবাহিনীর বহরে থাকার পর গত বছর জাহাজটিকে অবসর দেয়া হয়। অবসরের পর থেকে আরব সাগরের তীরে রাখা হয়েছে জাহাজটি। সেখানেই তাকে বিলাসবহুল হোটেলে রূপান্তরিত করা হবে।
১৯৮২ সালে ইংল্যান্ড-আর্জেন্টিনার যুদ্ধ জয়ে ভূমিকা রেখেছিলো এই যুদ্ধজাহাজ। ভারতীয় নৌবাহিনীর বহরে দীর্ঘদিন ধরেই রাজত্ব ছিলো আইএনএস বিরাট নামের যুদ্ধজাহাজের।
এই বিলাসবহুল হোটেলে অ্যাডভেঞ্চার স্পোর্টস, থিম পার্ক, ক্যাফেটেরিয়া, হেলিপ্যাড, মিউজিয়াম, এবং গ্যালারি তৈরির পরিকল্পনা করছে মহারাষ্ট্র সরকার। করা যাবে স্কুবা ডাইভিংও।
বাতিল যুদ্ধজাহাজকে বাণিজ্যিক ভাবে ব্যবহার করার ঘটনা ভারতে এই প্রথম। সারা পৃথিবীতে এখনও পর্যন্ত মাত্র সাতটি ক্ষেত্রে এই ধরনের রূপান্তর করা সম্ভব হয়েছে।
বাণিজ্যিক ভাবে ব্যবহার করা হলেও এটি আসলে যুদ্ধজাহাজ। অনেক নৌসেনার শ্রম আর রক্ত জড়িয়ে আছে এই জাহাজের ইতিহাসের সঙ্গে। সেই মর্যাদা যাতে কোনও ভাবে ক্ষুণ্ণ না হয়, সেই বিষয়টি মাথায় রাখা হবে বলে জানিয়েছে মহারাষ্ট্র সরকার।