দর্পণ ডেস্ক : রূপচর্চার জন্য দামি সাজসরঞ্জাম কেনার আর দরকার নেই। বরং রান্নাঘরের টুকিটাকি জিনিস দিয়েই রূপচর্চা করা যেতে পারে।

চায়ের পট

স্টিম ত্বককে দারুণ করে তুলতে পারে। এতে অক্সিজেন খেলতে পারে ত্বকের কোষে। তবে এর জন্য গাদা খানেক টাকা খরচ করে স্যালোঁয় যাওয়ার কী দরকার? বরং নিজের চায়ের পটের ওপর মুখ রেখে সেই স্টিম কিছুক্ষণ নিন। তবে অবশ্যই দেখে নেবেন সেটা যেন অতিরিক্ত গরম না থাকে। এতেই রূপচর্চার উদ্দেশ্য সফল হবে।

মধু এবং ব্রাউন সুগার

মধু এবং বাদামি চিনি একসঙ্গে মিশিয়ে লিপ স্ক্রাব হিসাবে ব্যবহার করতে পারেন। প্রাকৃতিক এই উপায়ে ঠোঁটও সুন্দর থাকবে। আবার লিপ স্ক্রাব কেনার খরচও বেঁচে যাবে। সামান্য মধু নিজের হাতের চেটোয় নিন। তার উপর এক চিমটি বাদামি চিনি ছড়িয়ে দিন। এবার আঙুল দিয়ে মিশিয়ে নিন ভালো করে। খুব ঘন হলে একটু জল দিতে পারেন। এবার এই স্ক্রাব ঠোঁটে সার্কুলার মোশনে ঘষুন। এতে মরা কোষ উঠে আসবে। ঠোঁট হবে নরম, মোলায়েম।

চিনি

আপনি কি জানেন ওয়াক্স আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারেন? পারফেক্ট বানানোর জন্য একটু প্রচেষ্টা দরকার ব্যস। একবার বানাতে শিখে গেলেই স্যালোঁ-এ ওয়াক্স করাতে ছুটতে হবে না। টাকাও বাঁচবে অনেকটা। পাত্রে চিনি এবং জল ফুটিয়ে বানাতে পারেন প্রাকৃতিক ওয়াক্স। প্রয়োজন হলে ইউ টিউবের সাহায্য নিতেই পারেন।

নারকেল তেল

নারকেল তেল বডি স্ক্রাব, হেয়ার মাস্ক, মিল্ক বাথ সবেতেই ব্যবহার করা সম্ভব। আসলে এটি ময়শ্চারাইজিং এজেন্ট। গরমকালে তো আর ভারী ময়শ্চারাইজার ব্যবহার করা যায় না। কিন্তু স্নানের জলের সঙ্গে নারকেল তেল মিশিয়ে নিলে ত্বক হালকা ময়শ্চারাইজড হয়। এতে ত্বক ভালো থাকে। সকাল সকাল অল্প নারকেল তেল মুখে মেখে নিতে পারেন। এবার ভেজা কাপড় সার্কুলার মোশন-এ ঘুরিয়ে ত্বক স্ক্রাব করে নিতে পারেন। নারকেল তেলের সঙ্গে কিছুটা ব্রাউন সুগার মিশিয়েও স্ক্রাব করতে পারেন। এতেও ত্বক জেল্লাদার হয়।

দই

ফেশিয়াল ক্লিনসার কেনার আর কোনও দরকার নেই। আপনার বাড়িতেই ক্লেনসার রয়েছে। কোথায়? ফ্রিজে। রেফ্রিজারেটরে রাখা গ্রিক ইয়োগার্ট ব্যবহার করতে পারেন ক্লেনসার হিসাবে। এটি আপনার ত্বককে পরিষ্কার এবং জেল্লাদার করে তুলবে। ফুট ফ্যাট দুধকেও কিন্তু ক্লিনসার হিসাবে ব্যবহার করা সম্ভব। এমনকী তুলোর বলে অল্প ফুল ফ্যাট দুধ নিয়ে নিজের আই মেকআপও তুলে ফেলতে পারেন অনায়াসে। ত্বকও ভালো থাকবে এই পদ্ধতিতে। এছাড়া দই দিয়ে নানা রকম মাস্কও বানাতে পারেন। সেগুলোও ত্বককে সুন্দর, সতেজ রাখবে।