দর্পণ ডেস্ক : কলকাতায় অনীক দত্ত ওরফে অ্যানি তৃতীয় লিঙ্গের এক ব্যক্তি বিয়ের পিঁড়িতে বসলেন। কলকাতার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ঘটনাটি ঘটেছে। তার বরের নাম সাগ্নিক চক্রবর্তী। থাকেন কলকাতার জলপাইগুড়ি। প্রায় ২বছর অগে মডেলিংয়ের মাধ্যমে পরিচয় হয় তাদের।
২০১৪ সালে সুপ্রিম কোর্ট তৃতীয় লিঙ্গকে স্বীকৃতি দেবার পর থেকে ক্রমশ সমাজে গ্রহণীয় হয়ে উঠছে এই রূপান্তরকামী বিয়ে। তাই পারিবারিক সিদ্ধান্ত আর সমাজকে উপেক্ষা করেই তারা একে ওপরের হাত ধরলেন।
‘আমার শরীরটা পুরুষের ছিল, কিন্তু মনটা ছিল নারীর৷ আত্মাকে কেউ বদলাতে পারে না৷ শরীরটাকে বদলানো যায়৷ শরীর ও আত্মাকে মিলিত করার জন্য অনীক থেকে অ্যানি হয়েছি, সাগ্নিকের সঙ্গে সম্পর্কের আগেই এবং নিজেকে সম্পূর্ণ করার জন্যই আমার এই সিদ্ধান্ত’- নববধূর সাজে অ্যানি এসব কথা বলেন।
তিনি আরো বলেন-‘অতীতে ভালো-খারাপ দু রকমের অভিজ্ঞতাই আছে৷ আমি ছেলেদের স্কুলে পড়েছি৷ ফলে টিটকিরি শুনতে হয়েছে৷ কিন্তু শিক্ষকেরা ভীষণ সাহায্য করেছেন৷ অবশ্যই কলেজের সিনিয়র এবং বন্ধুদের কথাও বলতে হয়’।