দর্পণ ডেস্ক : মুক্তি পেয়েছেন সৌদি প্রিন্স খালেদ বিন তালাল। এক বছর আগে সৌদিতে দুর্নীতিবিরোধী অভিযান শুরু হয়। সে সময় ওই অভিযানের সমালোচনা করায় প্রিন্স তালালকে গ্রেফতার করা হয়।
এক বছর বন্দী ছিলেন প্রিন্স তালাল। তিনি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের ভাতিজা।
খালেদ বিন তালালের স্বজনরা সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে, তালালকে স্বাগত জানাচ্ছেন পরিবারের সদস্যরা।
সৌদি কর্তৃপক্ষ প্রিন্স খালেদ বিন তালালের মুক্তির বিষয়ে এখনো আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করেনি।
সূত্র : বিবিসি