দর্পণ ডেস্ক : সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ঘণ্টা বাজিয়ে টেস্ট যাত্রা শুরু হলো । গতকাল সকাল ৯টা ৫৫ মিনিটে বেজে ওঠে সোনালি রঙের ঘণ্টা, টেস্ট ক্রিকেটে যোগ হয় সিলেট। টসের পর বিসিবি পরিচালকদের সামনে ঘণ্টা বাজান সাবেক ক্রিকেটার আকরাম খান। আয়োজকদের এমন প্রশংসনীয় উদ্যোগের পরও সমালোচনার মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেটের ক্রিকেটাররা উপস্থিত থাকার পরও আকরাম খানকে দিয়ে ঘণ্টা বাজানোতে কিছুটা ক্ষোভ স্থানীয় ক্রিকেট সমর্থকদের মনে। ঘণ্টা বাজানোর মুহূর্তে আকরাম খানের পাশে সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত উপস্থিত থাকলেও সিলেটের ছেলে রাজিন সালেহ ও এনামুল হক জুনিয়র ছিলেন না। যদিও জাতীয় ক্রিকেট লীগ থেকে তাদের সিলেটে উড়িয়ে আনা হয়েছিল এই উপলক্ষে যোগ করার জন্য। শুরুতে তাদের দিয়ে ঘণ্টা বাজানোর পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত আকরাম খানকে নির্বাচন করে বিসিবি।
ঘণ্টা বাজানোর সম্মান না পেলেও রাজিন-এনামুলদের সংবর্ধনার ব্যবস্থা করে বিসিবি। লাঞ্চ বিরতির সময় মাঠে তাদের সংবর্ধনা দেয়া হয়।
২০১৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ দিয়ে এ মাঠের যাত্রা শুরু। ওই আসরে ৬টি ম্যাচ হয়েছিল সিলেট ভেন্যুতে। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ-শ্রীলঙ্কার একটি টি-টোয়েন্টিও আয়োজন করেছিল সিলেট। তবে ওয়ানডে খেলার আগেই টেস্ট অভিষেক হলো সিলেটের। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও শেরেবাংলা স্টেডিয়াম, চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম এবং খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের পর দেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে নাম লেখালো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, জয় দিয়ে সিলেটের অভিষেক ম্যাচটি স্মরণীয় করে রাখতে চায় টাইগাররা।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.