দর্পণ ডেস্ক : দেশের অষ্টম এবং বিশ্বের ১১৬তম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। টসের কয়েন শূন্যে ভাসান বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ। টস জিতে ব্যাট নেয় জিম্বাবুয়ে। দিনের শুরুতে তাইজুলের ঘূর্ণিতে দুই উইকেট হারায় সফরকারীরা। তাদের দলীয় সংগ্রহ ১০০ পার হওয়ার পর আরও ২ উইকেট তুলে নেয় বাংলাদেশ। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ভালো সংগ্রহ দাঁড় করিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২৩৬ রান তুলেছে জিম্বাবুয়ে।
তাইজুল ইসলাম দলের ৩৫ রানের মাথায় বোল্ড করে ফেরান জিম্বাবুয়ের ওপেনার ব্রেইন চেরিকে। তার আউটের পর ক্রিজে আসেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর। তাকে শর্ট লেগে শান্তর ক্যাচে পরিণত করেন তাইজুল। টেলর ফেরেন নিজের ৬ রানে। এরপর মাসাকাদজার ফিফটির সুবাদে আশা দেখছিল জিম্বাবুয়ে। কিন্তু প্রথম সেশন শেষেই ৫২ রানে জায়েদের বলে এলবিডব্লিউ হন তিনি।
এরপর ক্রিজে থিতু হওয়ার আগে ব্যক্তিগত ১৯ রানে ফেরেন সিকান্দার রাজা। তাকে বোল্ড করে টেস্ট ক্রিকেটে নিজের প্রথম উইকেট শিকার করে এই ম্যাচে অভিষেক হওয়া বাঁ-হাতি স্পিনার নাজমুল ইসলাম। তবে অন্য প্রান্তে থাকা শেন উইলিয়ামসের ব্যাটে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। তিনি মুরের সঙ্গে ৭২ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৮৮ রানে অধিনায়ক মাহমুদুল্লাহর বলে মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন উইলিয়ামস। জিম্বাবুয়ের রান তখন ২০১।
এরপর আর জিম্বাবুয়ের উইকেট ফেলতে পারেনি মাহমুদুল্লাহর দল। শেষ বিকলেটা ভালোয় ভালোয় পার করেন ক্রিজে থাকা দুই ব্যাটসম্যান পিটার মুর ও রেগিস চাকাভা। মুর দিন শেষে ৩৭ ও চাকাভা ২০ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের হয়ে প্রথম দিন শেষে তাইজুল ইসলাম নেন ২ উইকেট। আবু জায়েদ, নাজমুল ইসলাম ও মাহমুদুল্লাহ নেন একটি করে উইকেট।
বাংলাদেশ অষ্টম টেস্ট ভেন্যুর অভিষেকের দিনে দলে অভিষেক হয়েছে দুজনের আরিফুল হক ও স্পিনার নাজমুল ইসলামের।
প্রথম দিন শেষে সংক্ষিপ্ত স্কোর : মাসাকাদজা ৫২; চেরি ১৩; উইলিয়ামস ৮৮; পিটার মুর ৩৭; চাকাভা ২০।
আবু জায়েদ ১৮-৩-৬১-১; তাইজুল ২৭-৩-৮৬-১; মেহেদি মিরাজ ২১-৬-৩৭-০; নাজমুল ইসলাম ১৯-৫-৪২-১; মাহমুদুল্লাহ ২-০-২-১।