কলাপাড়া, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় মোনালিসা তানিয়া খুজরত (৪৫) নামের এক গৃহবধূকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে পৌরশহরের মংগলসুখ সড়ক এলাকায় তার বাবার বাড়ী থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের সময় ঘরের বাইরের সিটকানি আটকানো অবস্থায় পাওয়া গেছে। এসময় সে অসুস্থ্য থাকায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক বিপ্লব কুমার মিস্ত্রি জানান, তাকে উদ্ধারের সময় সে অসুস্থ্য ছিল। মোনালিসা তানিয়া খুজরতকে এসময় তাকে কোন প্রশ্ন না করার জন্য অনুরোধ করেছেন। ফলে হাত-পা বাঁধার মূল রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি। সে দীর্ঘ দিন ধরে তার বাবার বাড়ী রয়েছে। মোনালিসা তানিয়া খুজরত মো.আলিমুজ্জামান বাচ্চু’র স্ত্রী।