দর্পণ ডেস্ক : বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবানা প্রায় দেড়যুগ আগে চলচ্চিত্রকে বিদায় জানিয়ে স্বপরিবারে দেশ ছেড়েছিলেন। সর্বশেষ গত বছর জুন মাসে দেশে এসেছিলেন তিনি। সেসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন বরেণ্য এই অভিনেত্রী।

জানা গেছে, আগামী মাসে ফের দেশে আসছেন শাবানা। তবে কোনো চলচ্চিত্রের প্রয়োজনে নয়, তিনি দেশে আসছেন আসন্ন জাতীয় সংসদ নিবার্চনে আওয়ামী লীগের পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নিতে। সেজন্য কয়েক মাস তিনি বাংলাদেশে থাকবেন।

শাবানার স্বামী চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিক যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসন থেকে এবারের জাতীয় সংসদ নিবার্চনে অংশ নেবেন। স্বামীর হয়ে প্রচারণা চালাতেই দেশে আসবেন শাবানা।