Beautiful Treasure Chest Background Gold Coins And Jewels Spilling From Treasure Chest Stock

দর্পণ ডেস্ক : বিহারের রাজগীরে একটি পাহাড়ের গায়ে দুটি গুহা আবিষ্কার করা হয়েছে। এক অজানা ভাষায় কিছু লেখা রয়েছে পাহাড়ের গুহার দেয়ালে দরজার পাশে। লেখা গুলো পড়তে পারলেই সন্ধান পাওয়া যাবে সোনার ভান্ডারের এমনটাই ধারণা স্থানীয়দের।
প্রত্বতত্ত্ববিদরা জানান, সম্ভবত এই গুহা খনন করা হয় তৃতীয় বা চতুর্থ শতাব্দীতে । ভৈরদেব নামে এক জৈন সন্ন্যাসী বৈভর পর্বতের পাদদেশের এ গুহা দুটি নির্মাণ করেছিলেন। সোন ভান্ডারের দ্বিতীয় গুহার একটি দেয়ালে খোদাই করা রয়েছে বিভিন্ন ধরনের মূর্তি। যা মূলত জৈন তীর্থঙ্করদের।
তবে কিছু কিছু স্থানীয়দের মুখে শুনা যায় যে, ইংরেজ আমলে বৃটিশরা অনেক কাঠখড় পুড়িয়েও এখানে কোনো সোনার সন্ধান পায়নি।