মোঃ শাহাগির মৃধা,সরাইল প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সার্কেল এর সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান ফকির এর সঙ্গে নবগঠিত সরাইল উপজেলা রিপোটার্স ইউনিটির সদস্যদের মতবিনিময় হয়।
বৃহস্পতিবার (১নভেম্বর) সন্ধ্যারপর সরাইল সার্কেল অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়।
মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন, সরাইল উপজেলা রিপোটার্স ইউনিটির আহবায়ক মোঃ নুরুল হুদা (দৈনিক ভোরের পাতা), যুগ্ম আহবায়ক মোঃ আরিফুল ইসলাম সুমন (দৈনিক দিনকাল ও জাতীয় অনলাইন ‘অজানা বাংলাদেশ’), সদস্য সচিব মোঃ তাসলিম উদ্দিন (দৈনিক নবচেতনা ও জাতীয় অনলাইন ‘সময়ের নিউজ’), কার্যকরী সদস্য মোঃ রাকিবুর রহমান রকিব (দৈনিক জনতা ও জাতীয় অনলাইন পি.এন.এস), মোঃ শাহাগীর মৃধা (ডেইলি এশিয়ান এইজ ও দৈনিক দর্পণ প্রতিদিন)।
মতবিনিময় সভায় অন্যান্য আলোচনার মধ্যে বিশেষ করে সরাইল উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে নানাবিধ আলোচনা হয়। এ কাজে পুলিশকে সহযোগিতা করতে সাংবাদিকদের আহবান জানান পুলিশের শীর্ষ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান ফকির।